ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঘাট সংকটে পাটুরিয়ায় দীর্ঘ যানজট

প্রকাশিত: ০৩:৪১, ২৭ জানুয়ারি ২০২২

ঘাট সংকটে পাটুরিয়ায় দীর্ঘ যানজট

ঘাট সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকতে দেখা গেছে শত শত পণ্যবাহী ট্রাক।

এদিকে কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কাঁচামাল নিয়ে বিপাকে শ্রমিকরা। সঙ্গে রয়েছে স্বাস্থ্যবিধি মানার উদাসীনতাও।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় এবং ঘাট সংকটে এ দীর্ঘ যানজট দেখা দিয়েছে। 

যদিও পুলিশ বলছে, যানবাহনকে শৃঙ্খলায় রাখতে কাজ করছে পুলিশ।

এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার শ্রমিক এবং ব্যবসায়ীরা। শ্রমিকদের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও।

পরিবহন এবং জরুরিসহ পচনশীল যানবাহনকে অগ্রাধিকার দেওয়ায় পণ্যবাহী ট্রাক বেশি জমে যাচ্ছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাট ট্রাফিক সার্জন রাজিব হোসেন।

পাটুরিয়া-দৌলতদিয়ায় রাতের দিকে গোলাম মওলা নামের একটি ফেরি বিকল থাকলেও বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে তা বহরে যুক্ত হওয়ায় ছোট-বড় ১৭ ফেরি চলাচল করছে।

গাজীপুর কথা

আরো পড়ুন