ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মধ্যরাত থেকে দৌলতদিয়ায় ফেরি বন্ধ

প্রকাশিত: ০৩:৫২, ৫ জানুয়ারি ২০২২

মধ্যরাত থেকে দৌলতদিয়ায় ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় প্রান্তের কয়েক কিলোমিটার সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে শত শত যানবাহন। এরমধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকা ও শীতের তীব্রতায় ভোগান্তি পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মধ্যরাত থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কিছুটা সিরিয়াল তৈরি হয়েছে। যা ফেরি চালু হলে দ্রুত কমে যাবে। বর্তমানে এরুটে ১৬টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

গাজীপুর কথা

আরো পড়ুন