ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি ২৩৩ জন

প্রকাশিত: ০৪:৪৪, ৩১ আগস্ট ২০২১

বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি ২৩৩ জন

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২৩৩ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা বেশি। ঢাকায় ২১৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২০ জন।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (২৯/৮/২০২১ সকাল ৮ টা থেকে ৩০/৮/২০২১ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে (১/১/২০২১-৩০/৮/২০২১) এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১০ হাজার ৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়সীমায় এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১০০৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ১৪৬ জন ভর্তি রয়েছেন। এই সময়ে মৃত্যুর সংখ্যা মোট ৪২ জনেই  স্থিতিশীল রয়েছে।

গাজীপুর কথা

আরো পড়ুন