ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মায় আজ ৭ সেমি বৃদ্ধিতে পানিবন্দি কয়েক হাজার মানুষ

প্রকাশিত: ০৬:০৮, ২২ আগস্ট ২০২১

পদ্মায় আজ ৭ সেমি বৃদ্ধিতে পানিবন্দি কয়েক হাজার মানুষ

পদ্মায় প্রতিদিনই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে পদ্মায় ৭ সে.মি বেড়ে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে পদ্মার তীরবর্তী ১০টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছে।

দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সীমার ৯.১৩ মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। অব্যাহত পানি বৃদ্ধির কারণে নানা দুর্ভোগ পোহাচ্ছেন পদ্মার নিম্নাঞ্চলের মানুষেরা। চলাচলে দুর্ভোগসহ এসব অঞ্চলের মানুষের বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকার দোকানগুলো পানিতে তলিয়ে গেছে। এতে দোকানিরা ব্যবসা করতে পারছেন না। ব্যবসা গুটিয়ে অন্যত্র যেতে হয়েছে অনেককে। গবাদি পশুর খাদ্যের অভাব দেখা দেওয়ায় দূর-দুরান্তের উঁচু স্থান থেকে নৌকায় করে খাবার সংগ্রহ করে আনতে হচ্ছে।

পদ্মায় তীব্র স্রোতে সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ৫নং ফেরিঘাটের পন্টুন তলিয়ে যাওয়ায় উঁচু স্থানে পন্টুন স্থাপন করা হয়েছে।

জেলার ৫ উপজেলার চারটি উপজেলাই পদ্মার তীরে অবস্থিত হওয়ায় নিচু এলাকায় বসবাসরত প্রায় ৩০টিরও বেশি গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানি বন্দি হয়ে পড়েছে। প্রতিদিন পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকাও। 

গাজীপুর কথা

আরো পড়ুন