ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রলীগের ‘এসো পড়ি’

প্রকাশিত: ২৩:২৭, ১৬ মে ২০২৩

আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রলীগের ‘এসো পড়ি’

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাইলট প্রকল্প আশ্রয়ণের ৬৪টি ঘরের ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনা খরচে সন্ধ্যায় লেখাপড়া কার্যক্রমের উদ্বোধন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের "আশ্রয়ণ প্রকল্পে'' উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ এইচ এম শুভ সিদ্দিকীর সভাপতিত্বে সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনা খরচে সন্ধ্যায় লেখাপড়া কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার, ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান রুবেল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু কার্তিক দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব শাহানা বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহুল রায়, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।

আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা আনন্দের সঙ্গে চালিয়ে নিতে যেকোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রহ। উদ্বোধনের দিনই ছাত্রলীগের উদ্যোগে 'এসো পড়ি' প্রোগ্রামটি রীতিমতো সাড়া ফেলেছে নাসিরনগরের প্রত্যন্ত জনপদে।