ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শেখ হাসিনার আমলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: এমপি শাওন

প্রকাশিত: ১৬:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২২

শেখ হাসিনার আমলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: এমপি শাওন

ভোলার লালমোহনে বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ (এমডিএসপি) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুমুখী একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৩ বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে।

সোমবার ভোলার লালমোহনে বহুমুখী দুর্যোগ আশ্রয়ণ (এমডিএসপি) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুমুখী একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিরা।