ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাণিজ্যমন্ত্রীর নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট না চালানোর আহবান

প্রকাশিত: ০৯:৫৪, ৮ জুলাই ২০২১

বাণিজ্যমন্ত্রীর নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট না চালানোর আহবান

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাণিজ্য মন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এতে বাণিজ্য মন্ত্রীর ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ বিষয়ে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। 

বাণিজ্য মন্ত্রীর নামে এসব ভূয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টিপু মুনশি, এমপি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোন ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে গত ৬ জুলাই ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গাজীপুর কথা