ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০২:৩১, ১২ মে ২০২৩

টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে দখল করা জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী টঙ্গী বাজার এলাকার মিতালী ফিলিং স্টেশন সংলগ্ন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হয়।

গত ১৫ মার্চ ‘সওজের উচ্ছেদ করা জমিতে আবার স্থাপনা’ শিরোনামে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। পরে সংশ্লিষ্টদের নজরে আসে ফের জমিটি দখল করে দোকানপাট স্থাপনের বিষয়টি।

বুধবার দুপুরে দ্বিতীয়বারের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসচিব আব্দুর লতিফ খান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (গাজীপুর জোন) খন্দকার মোহাম্মদ শরিফুল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী (টঙ্গী জোন) সাইফুল ইসলাম মোল্লা। সওজের উপ বিভাগীয় প্রকৌশলী (টঙ্গী জোন) সাইফুল ইসলাম মোল্লা বলেন,গত ২০ ফেব্রুয়ারি জায়গাটিতে গড়ে ওঠা প্রায় তেরটি দোকান ও ভবন গুঁড়িয়ে দিয়ে দখল মুক্ত করে সওজ। এক মাসপর জায়গাটি ফের দখল করে আধাপাকা প্রায় ১৩টি দোকান নির্মাণ করে দখলদাররা। আজ ফের দখলমুক্ত করা হলো।