ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে অনুষ্ঠান

প্রকাশিত: ২৩:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে অনুষ্ঠান

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে অনুষ্ঠান

টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২২-২০২৩ শিক্ষা বসে অধ্যায়নরত শিক্ষার্থীদের নবীন বরন, ওরিয়েন্টেশন ক্লাস, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে।

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকতন এন্ড কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মহসিন মিয়ার পরিচালনায় নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড: মো: আজমত উল্লা খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেন এন্ড কলেজ অভিভাবক ফোরামের আহবায়ক আলহাজ্ব মোঃ ওসমান আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সাবেক কাউন্সিলার  মোঃ নজরুল ইসলাম শেখ।

গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল বাসেত খান, সদস্য সচিব আজাহারুল ইসলাম বেপারী, মোস্তফা কামাল, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান  আব্বাস আলী, সিনিয়র শিক্ষক আবুবকর, প্রভাষক মনজুরুল হক, জাহিদুল ইসলাম, মো: শাহীন মিয়া,নাছরিন মোন্তাজ,খাদিজা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আমজাদুল করিম, তাহেরা সুলতানা, জসিম উদ্দিন, সামিনা আফরোজ, নবির উদ্দিন,আব্দুল হান্নান, আজিজুল রহমান, আফসারুন নাহার প্রমুখ।

আলোচনা সভা শেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের অধ্যাপক দের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিচয় করিয়ে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মোঃ ওয়াদুদুর রহমান। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, তোমরা শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি তোমাদের হাতে ফুল তুলে দিয়েছি। আমি কিন্তু তোমাদের হাতে গোলাপ তুলে দেই নি কারণ আমি জানি গোলাপে কাটা আছে। হাতে কাটা লাগলে গোলাপ ঝরে পরতে পারে। আমি চাইনা ফুল ঝরে যাক। মনে রাখবে তোমরা আমার কাছে এক একটা ফুল আমি চাইনা কোন কাটার আঘাতে তোমরা ঝরে যাও। সুন্দর হোক তোমাদের আগামীর ভবিষ্যৎ।