ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে তুরাগ নদের দূষণরোধে কর্মশালা

প্রকাশিত: ২২:৪৯, ২০ জুন ২০২২

টঙ্গীতে তুরাগ নদের দূষণরোধে কর্মশালা

তুরাগ নদের দূষণরোধে কর্মশালা

‘নদী বাঁচলে দেশ বাঁচবে’, এই শ্লোগানকে ধারণ করে গাজীপুরের টঙ্গী মিরেশপাড়া এলাকায় বন্দর প্রাঙ্গণে নদের দূষণরোধে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নদীবন্দর কর্তৃক আয়োজিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের যুগ্ম সচিব ও সদস্য প্রকৌশলী ড. একেএম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর শেখ তৌহিদুল ইসলাম, গবেষক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, টঙ্গী নদী বন্দরের সহকারী পরিচালক মো. শাহ আলম মিয়া, জাবের অ্যান্ড যোবায়ের কারখানার জেনারেল ম্যানেজার মো. কায়েস ও ইজারাদার খোকন মিয়া প্রমুখ।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা নদে প্লাস্টিক বর্জ্য, বিষাক্ত তরল বর্জ্য না ফেলা এবং জনসচেতনতা বৃদ্ধি করে কিভাবে দূষণরোধ করে নদের প্রাণ ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।