ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ২২:৫৫, ১৫ জুন ২০২২

টঙ্গীতে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে অস্থায়ীভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও কাঁচাবাজার উচ্ছেদ করতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেছে।

টঙ্গীর বউবাজার থেকে মধুমিতা রেলক্রসিং এলাকা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় শতাধিক স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিউল্লাহ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক হাসান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় রেলওয়ে ফাঁড়ি  ইনচার্জ নুর মোহাম্মদসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রায় দুই দশক ধরে ওই এলাকায় রেললাইনের পাশে অবৈধভাবে বাজার, দোকানপাট ও বসত ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। 
অভিযান শেষে রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সফিউল্লাহ বলেন, এ অভিযানটি রেললাইনের পাশে বা রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে টঙ্গীতে এ অভিযান পরিচালনার মাধ্যমে রেলের জায়গা দখলমুক্ত করা হবে।