ঢাকা,  বুধবার  ১৬ অক্টোবর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ

প্রকাশিত: ২৩:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ি এলাকায় অবস্থিত প্রিন্স জ্যাকার্ড সোয়েটার কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উৎপাদন কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন তারা।

জানা যায়, সকালে ফ্যাক্টরির স্টাফ ও শ্রমিকরা জুলাইয়ের আংশিক ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে মালিক পক্ষ। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়ন রয়েছে।

উল্লেখ্য, মালিক পক্ষ ৮ সেপ্টেম্বর বেতন পরিশোধের দিন ধার্য করেছিল, কিন্তু দেয়নি। এর আগেও কয়েকবার বেতন পরিশোধের দিন ধার্য করলেও শ্রমিকদের বেতন পরিশোধে ব্যর্থ হয় মালিক পক্ষ। তাছাড়া মালিক পক্ষের কারণেও ফ্যাক্টরিতে বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ হয়েছিল।