ঢাকা,  মঙ্গলবার  ১০ সেপ্টেম্বর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে নিরাপত্তা শঙ্কায় ২০ কারখানা ছুটি, পাহারায় বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ২০:০১, ৪ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে নিরাপত্তা শঙ্কায় ২০ কারখানা ছুটি, পাহারায় বিএনপি নেতাকর্মীরা

ছবি- সংগৃহীত

বেতন বৃদ্ধি, শ্রমিকদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহার, চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগ, শ্রমিক নিয়োগে নারী-পুরুষ বৈষম্যসহ বিভিন্ন দাবিতে বুধবার শিল্প নগরী গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকরা বিভিন্ন কারখানার গেটে গিয়ে ইটপাটকেল ছোঁড়েন। এতে নিরাপত্তা শঙ্কায় জেলার অন্তত ১৫ থেকে ২০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিন সকাল থেকে বিক্ষিপ্তভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা, বাঘের বাজার, শ্রীপুরের নয়নপুর এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

অন্যদিকে, টঙ্গী বিসিক, জিরানি বাজার, কোনাবাড়ী এলাকায়ও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন শ্রমিকরা। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কায় একের পর এক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম জানান, সকালে যথা নিয়মে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে নিরাপত্তা শঙ্কায় গাজীপুরের অন্তত ১৫ থেকে ২০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে গত কয়েক দিনে গার্মেন্টস ও বিভিন্ন শিল্প কারখানায় সংগঠিত নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ভাঙচুর ঠেকাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে। বিসিক এলাকাগুলোতে পাহারা বসিয়েছেন তারা।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ‘গত বেশ কয়েক দিন ধরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে একটি স্বার্থান্বেসী মহল শিল্প কারখানা ধ্বংসের মিশনে নেমেছে। অপতৎপরতা প্রতিহত করে শিল্প কারখানা এলাকায় সুন্দর কর্ম পরিবেশ তৈরিতে কারখানা মালিক ও প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা চেয়েছেন। তাই আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে পাহারা বসিয়েছি। পোশাক শিল্পের স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য শিল্প মালিকদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বিএনপি নেতাকর্মীরা।’

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, বিএনপি নেতা সবিরুল গাজী, বেনজির আহম্মেদ পিন্টু, নুরে আলম জিকু, কাউসার আহম্মেদ, গাজী আমান, আমিনুল ইসলাম আমিন, মহসীন গাজী ও আসাদুজ্জামান মামুনসহ প্রমুখ।