ছবি- সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) ভোররাত ২ টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তির নাম ফরিদ হোসেন (৩৯)। তিনি নোয়াখালী জেলার সোনাগাজি থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। ফরিদ টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। বুধবার সকালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত ফরিদ পেশায় একজন ব্যবসায়ী। আজ ভোর রাত ২ টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে বাস যোগে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় গাজীপুরা বাঁশপট্টি এলাকায় পৌঁছে বাস থেকে নামতেই কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন।এ সময় তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফরিদের বুকে উপর্যুপরি আঘাত করে গুরুত্ব আহত করে। ঘটনাটি দেখতে পেয়ে সড়কের পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মৌসুমি দাস বলেন, ফরিদ নামে একজনকে হাসপাতালে আনার ২-৩ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায় নি। ঘটনাটির সঙ্গে জড়িত এমন কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায় নি। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে, জানান পুলিশ। টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’