রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন

প্রকাশিত: ১৫:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৩

টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন

সংগৃহিত ছবি

টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।