শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বদলি

প্রকাশিত: ১২:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বদলি

কিশোর উন্নয়ন কেন্দ্র। ফাইল ছবি

সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত গাজীপুরর টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জে বদলি করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের স্থলে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

উপপরিচালক আনোয়ারুল করিম বলেন, টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামানকে মানিকগঞ্জ জেলা অফিসে বদলি করা হয়েছে। তার স্থলে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে তত্ত্বাবধায়কের দায়িত্বে বদলি করা হয়। ইতোমধ্যে মো. দেলোয়ার হোসেন যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝে নেবেন।