
ফাইল ছবি
টঙ্গীতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা এ সকল অসাধু গ্যাস চোর রাষ্ট্রের সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পশ্চিম থানা এলাকায় ৫৩ নং ওয়ার্ডে শাহজালাল রোডে বাপ্পি নামক জৈনিক ব্যক্তির বাড়িতে আটটি ডাবল চুলা সহ অবৈধ সংযোগে তথ্য পাওয়া যায়।
তথ্য অনুসন্ধানে স্থানীয় সংবাদকর্মীরা বাড়ির মালিকের কাছে জিজ্ঞাসা করিলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে বিষয়টি স্বীকার করে এবং এই বিষয়টি ধামাচাপা দিতে তার ভাই নূর মোহাম্মদ মামুন সংবাদ কর্মীদের সাথে সংযোগের বিষয় বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে এক পর্যায়ে বিষয়টি নিয়ে বৈধতার বিষয় নিশ্চিত করার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন টঙ্গী জোনের ইঞ্জিনিয়ার আজিম এর সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় সংযোগ অবৈধ, পরবর্তী সময় তিতাস নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রোববার বিকেলে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাপ্পির বাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে এস এস পাইপ লাইজার জব্দ করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী জোনের ম্যানেজার ইঞ্জিনিয়ার আজিম। এলাকাবাসী জানান বাপ্পি তার বড় ভাই এলাকার সাবেক কমিশনার সেলিম মিয়া, এদের সরাসরি হস্তক্ষেপে এলাকায় অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে আপনারা অনুসন্ধান করলেই জানতে পারবেন।