শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২০:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২৩

টঙ্গীতে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে রফিক আহম্মেদ (৩৫) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গীর দত্তপাড়া লেদু মোল্লা রোড এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশ রোববার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রফিক আহম্মেদ লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার বড়খাতা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গীর লেদু মোল্লা রোড এলাকার ভাড়া বাড়িতে বাস করতেন। পুলিশ জানায়, রফিক পেশায় একজন রিকশাচালক। কয়েকমাস আগে রফিকের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন।

শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের মুঠোফোনে এই পৃথিবীতে তিনি আর বেঁচে থাকতে চান না- এমন কথা জানিয়ে মুঠোফোনটি বন্ধ করে দেন। রাতে তার ছোট ভাই বাসায় এসে ঘরের দরজা বন্ধ পেয়ে আশপাশের লোকজনদের জানায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।