
.
টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৪৯নং ৫০নং ওয়ার্ড সংযোগ সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড পর পর চার বার নির্বাচিত সফল কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক সংযোগ সড়ক নিম্মানে উদ্যোগ গ্রহণ করেন, সংযোগ সড়ক নির্মাণ ৮০% সম্পুর্ন হওয়ার পর তার সাথে নির্বাচনের পরাজিত প্রার্থীদের উস্কানিতে স্থানীয় এক জমির মালিক ইটালি প্রবাসী তার জমিনের উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে চারবারের নির্বাচিত সফল কাউন্সিলরের বিরুদ্ধে গাজীপুরের আদালতে একটি চুরির মামলা দায়ের করেন। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাধে ও সংযোগ সড়ক নির্মাণের দাবিতে এলাকা বাসি ঐক্য বদ্ধ হয়ে গতকাল শুক্রবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মহাসড়ক অবরোধ করেছে।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত পরপর চারবার নির্বাচিত সফল কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মনজুরুল হক মঞ্জু, যুগ্ন আহবায়ক কাজী শহিদুল ইসলাম, কাজী আবু সাইদ, শাহীন হোসেন ভেন্ডার, আব্দুল সোবহান কন্টেকটার, কাজী বকুল, কাজী আশরাফুল আলম খোকা,কাজী বাবুল,যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মন্জুর,কাজী সিহাব প্রমুখ।
এসময় গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড বারবার নির্বাচিত সফল কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক বলেন ৪৯ নং ওয়ার্ড ও ৫০ নং ওয়ার্ডের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমি এই সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। আশি পার্সেন্ট কাজ সম্পূর্ণ হওয়ার পর নির্বাচনে আমার প্রতিপক্ষের উস্কানিতে ইটালি প্রবাসী রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করছে। রাস্তাঘাট না হলে দেশের উন্নয়ন হবে কিভাবে।
এলাকাবাসী ও সাধারণ জনগণ না চাইলে আমি রাস্তা নির্মাণ করবো না। সাধারণ মানুষ ও জনগনের চাহিদা পুরন করতেই এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। জনগণের চাহিদা পূরণ করতে আমি প্রয়োজনে গাজীপুর -২ আসেন সংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সহযোগিতা নিব, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খানের সাথে পরামর্শ সাপেক্ষে আমি সাধারণ জনগণের চাহিদা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। কোন অপশক্তি দেশের উন্নয়ন কাজে রাস্তাঘাট তিন মানে বাধা সৃষ্টি করে রেহাই পাবে না।