শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হায়দার আর নেই

প্রকাশিত: ০০:২০, ৮ সেপ্টেম্বর ২০২৩

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হায়দার আর নেই

ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সোলাইমান হায়দারের বড় ভাই, টঙ্গী পশ্চিম থানা প্রভাব শালী আওয়ামী লীগ নেতা আজিম হায়দার আদিমের পিতা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হায়দার (৮৫) গতকাল বৃহস্পতিবার ভোর ৬ টায় চিকিৎসা রত আবস্হায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ---রাজিউন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী লেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আছর হায়দার পাবলিক স্কুল মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ধাফন করা হয়েছে। দেওড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম হায়দার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান।