ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে পুনাকের খাদ্য সহায়তা

প্রকাশিত: ২২:৪৭, ২২ মার্চ ২০২৩

রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে পুনাকের খাদ্য সহায়তা

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও গাজীপুর জেলা পুলিশ। বুধবার (২২ মার্চ) বিকেল ৪টায় গাজীপুর পুলিশ লাইন্সে দুস্থদের মাঝে এগুলো বিতরণ করা হয়। 

এ সময় মোট ১০৪ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। তাদের প্রত্যেককে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, খেজুর ১ কেজি, আলু ১ কেজি, লবণ ১ কেজি, পেঁয়াজ ১ কেজিসহ মোট ১৩ কেজি খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রত্যেককে যাতায়াত বাবদ নগদ অর্থও দেওয়া হয়।  

গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘মাহে রমজান উপলক্ষে পুনাক সদস্যদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল এটি। আমরা চেয়েছি, যারা অল্প আয়ের মানুষ, দুস্থ তাদের কিছুটা সহযোগিতা করতে।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  সানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, ডিবি ওসি আমির হোসেনসহ পুলিশ ও পুনাকের সদস্যরা।