ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে দুই মাস পর চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ০০:৪৪, ৩ জুন ২০২৩

শ্রীপুরে দুই মাস পর চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর মৃত্যু

প্রবাসী আকরাম হোসেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনার দুই মাস পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত প্রবাসীর নাম আকরাম হোসেন (৪০)। 

গত ৩০ মার্চ বিকেলে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে ধলাদিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আকরাম ও তাঁর ছেলে আবির আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। 

প্রবাসী আকরাম উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের মো. ফাইজুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর থাকতেন। দেড় মাস আগে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন বলে জানান তাঁর স্বজনেরা। 

প্রবাসীর ভায়রা মিনহাজ উদ্দিন জানান, দুই মাস আগে মোটরসাইকেলে আকরাম, তাঁর ছেলে মো. আবির ও রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রউফসহ বেড়াতে গিয়েছিলেন। দুর্ঘটনায় আকরাম ও তাঁর ছেলে আবির গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকরাম মারা যান। 

মিনহাজ আরও জানান, একই হাসপাতালে আকরামের ছেলে আবির চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বাড়িতে ফেরে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ জানায়নি।