ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গ্রামজুড়ে আতঙ্ক, কুকুরের কামড়ে মারা গেছে ৭০ ছাগল

প্রকাশিত: ২৩:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩

গ্রামজুড়ে আতঙ্ক, কুকুরের কামড়ে মারা গেছে ৭০ ছাগল

কুকুরের কামড়ে মারা যাওয়া ছাগল।

গ্রামজুড়ে কুকুর আতঙ্ক। আক্রমণের শিকার হচ্ছে মানুষ, গরু, ছাগল। ইতোমধ্যে কুকুরের কামড়ে মারা গেছে অন্তত ৭০টি ছাগল। কুকুর আতঙ্কে রয়েছে পথচারী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা। স্থানীয়রা বিভিন্ন দপ্তরে জানালেও মিলছে না কোনো প্রতিকার। কুকুরের এমন হামলার ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধামলই গ্রামে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই মাস ধরে ৫-৬টি কুকুর পুরো গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে হামলার শিকার হয়েছেন ওই গ্রামের সামসুল হক ও রফিকুল ইসলাম। কামড় দিয়েছে কয়েকটি গরুকেও।

ধামলই গ্রামের খোকন পালোয়ান বলেন, ‘কুকুরের কামড়ে আমার তিনটি ছাগল মারা গেছে। এছাড়া গ্রামের আ. রশিদের পাঁচটি, কিরণের দুইটি, সূর্যত আলীর তিনটি, নজরুল ইসলামের দুইটি, বেলায়েতের দুইটিসহ প্রায় ৭০টি ছাগল মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরের হামলা থেকে প্রতিকারের পেতে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তারপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামে ক্রমেই কুকুরের উৎপাত বাড়ছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, ‘ওই গ্রামের কুকুরের উৎপাতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে কুকুর মারা বন্ধ রয়েছে। বেওয়ারিশ কুকুরকে স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন দিয়ে থাকে। ওই গ্রামের কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।’