ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের পরিবার পাচ্ছে ২০ হাজার টাকা

প্রকাশিত: ১৩:৫৯, ২৪ জুলাই ২০২২

আপডেট: ২২:৫০, ২৪ জুলাই ২০২২

শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের পরিবার পাচ্ছে ২০ হাজার টাকা

শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কা

গাজীপুরের শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক আনিসুর রহমান এ ঘোষণা দেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী একটি বাস দুমড়ে-মুচড়ে ৫ জন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জাজিরাগামী ‘বলাকা কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।