ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে তৃতীয় বারের মতো রাস্তার দুই পাশে চারা রোপণ

প্রকাশিত: ২১:১২, ২১ জুন ২০২২

শ্রীপুরে তৃতীয় বারের মতো রাস্তার দুই পাশে চারা রোপণ

শ্রীপুরে বন বিভাগের চারা রোপণ

গাজীপুরের শ্রীপুরে তৃতীয় বারের মতো রাস্তার দুই পাশে পাঁচ কিলোমিটার পর্যন্ত প্রায় চার-পাঁচ হাজার পিস চারা রোপণ করে বনায়ন কাজ শুরু করেছে বন বিভাগ। শ্রীপুর রেঞ্জের সদর বিট আওতাধীন নাসারী মাঠ থেকে ইজ্জত পুর পর্যন্ত নিজস্ব অর্থায়নে বনায়ন কার্যক্রম শুরু করেছেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান, বনপ্রহরী আকিজ, ইব্রাহীম খলিল, আশরাফ আলী, বাগান মালি রফিক ও আঃ রশিদ আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্লট সভাপতি আব্দুল সাত্তার, ও বোরহান মিয়া, সহ এলাকাবাসী।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান জানান, নাসারী মাঠ থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত কয়েক বার বনায়ন করা হয়। কিছু অসাধু ব্যক্তি ও গরু ছাগল চারা গুলো নষ্ট করে দেয়।

এখন নিজস্ব খরচে আবারও বনায়ন কাজ শুরু করি। এখন পাহাড়া দেওয়ার জন্য একজন লোক রাখা হবে।