ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

এমপি সবুজ’র মুক্তিযোদ্ধাদের সহায়তাকারি মায়ের কূলখানি অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩

এমপি সবুজ’র মুক্তিযোদ্ধাদের সহায়তাকারি মায়ের কূলখানি অনুষ্ঠিত

সংগৃহিত ছবি

পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা।সে কারনেই মায়ের চরণতলে সন্তানের জান্নাত। কিন্তু সেই মা যখন পাড়ি জমান পরলোকে,বিধাতার ডাকে যখন চলে যান সংসার ও সন্তানদের আঙিনা ছেড়ে, তা প্রতিটি সন্তানের জন্যই মর্মান্তিক ও বেদনাবিধুর।

মুক্তিযোদ্ধাদের সাহায্যকারি তেমনি এক রত্না গর্ভা মা ছিলেন গাজীপুর -৩ আসনের এমপি, চারণ ও পথকবি ইকবাল হোসেন সবুজ এর গর্ভধারিনী।

একই সাথে তিনি ছিলেন আ,লীগের উপকমিটির অর্থ বিষয়ক সম্পাদক আকরাম হোসেন বাদশা ও জেলা আ.লীগের বিজ্ঞান  ও প্রযুক্তি সম্পাদক সাখাওয়াত হোসেন এর মা।

শুধু তাই নয়,তিনি গাজীপুর-৩ আসনের সকল মানুষের প্রিয় মা হয়ে উঠেছিলেন আপন মহিমায়। আজ তার কূলখানি অনুষ্ঠিত হল শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রামে।যেখানে সন্তানের কাঁধে ভর দিয়ে তিনদিন আগে তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন পারিবারিক কবরস্থানে স্বামী ইসমাইল হোসেন বাগমারের কবরের পাশে।

উক্ত অনুষ্ঠানে তার তিন সন্তানসহ পরিবারের লোকজন, মুক্তিযোদ্ধামন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক,বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তণয়া প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি,শহীদ আহসান উল্লাহ মাষ্টারের সুযোগ্য উত্তরসূরী গাজীপুর-২আসনের এমপি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, উপজেলা চেয়ারম্যান এ্যাড সামসুল আলম প্রধানসহ জেলা উপজেলার বিভিন্নস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ,  নেতা কর্মি ও সাধারন শুভার্থীরা উপস্থিত  থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহন করেন।

এছাড়া সকাল থেকেই দমদমায় তার নিজ বাড়িতে কোরআন খানি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শত শত শিক্ষার্থি কোরআন তেলাওয়াতে অংশ নেয়।