
.
শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলা যুবলীগ। গতকাল শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বাজারে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল আলম রবিন।
শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন জানন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে গাজীপুর জেলা যুবলীগ এ কর্মসূচি পালন করে।
গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল আলম রবিনের নেতৃত্বে সচেতনতামূলক এ কর্মসূচি শ্রীপুর পৌরসভার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ব্যস্ততম মাওনা চৌরাস্তা, শ্রীপুর বাজার, কেওয়া বাজার, জৈনা বাজার, মাস্টারবাড়ী, এমসি বাজারসহ জনগুরুত্বপূর্ণ বাজারের দোকানদার ও হাটে আসা লোকদের মাঝে তারা ডেঙ্গু সচেতনাতামূলক লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, শ্রীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, শ্রমিকলীগ নেতা মামুন বেপারী, আসাদ খানসহ জেলা, শ্রীপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, দিকনির্দেশনা ও সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। গাজীপুর জেলা যুবলীগের কর্মসূচি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।