ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পরিবেশ সুরক্ষায় প্রাণ-আরএফএলের ‘সেভ দ্য প্ল্যানেট’ কর্মসূচি

প্রকাশিত: ২১:৪৯, ৩ জুন ২০২৩

পরিবেশ সুরক্ষায় প্রাণ-আরএফএলের ‘সেভ দ্য প্ল্যানেট’ কর্মসূচি

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে ‘সেভ দ্য প্ল্যানেট’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৪টা থেকে উপজেলার মূলগাঁও এলাকার আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের নির্বাহী পরিচালক কমান্ডার মো. শামসুল আলম মিয়া বিএন (অব) ও সিনিয়র ম্যানেজার (প্রশাসন) তন্ময় সাহা প্রমুখ।

এ সময় ময়মনসিংহ এগ্রো লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোশারফ হোসেন, আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহকারী মহা-ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) মো. শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর কান্তা ভূঁইয়াসহ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের শহীদ ময়েজউদ্দিন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ওই সড়কের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের ময়লা সংগ্রহ করা হয়। পরে তা ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিয়ে নিয়ে যাওয়া হয়।