বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৩ ১৪৩০,  ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা ভেজাল খাদ্যদ্রব্য অসংক্রামক রোগ বাড়ায়

প্রকাশিত: ০০:৪৩, ৩১ মে ২০২৩

গাজীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা ভেজাল খাদ্যদ্রব্য অসংক্রামক রোগ বাড়ায়

ফাইল ছবি

জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যদ্রব্যে বিষাক্ত কেমিক্যাল মেশাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার বাড়ছে। ভেজাল খাদ্যদ্রব্য অসংক্রামক রোগের কারণ। স্বাস্থ্যঝুঁকি বাড়ায় এমন ক্রুটিপূর্ণ খাবার সকলকে সচেতনভাবে পরিহার করার আহবান জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান।

মঙ্গলবার ‘নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা’য় সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: হাতেম আলী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, জেলা বাজার বিপনন কর্মকর্তা আব্দুস সালাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার নূরুল ইসলাম প্রমূখ। জনস্বাস্থ্যের জন্য দূষণমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকল পক্ষকে সচেতন হওয়ার অনুরোধ করেন বক্তারা। মানুষকে কর্মক্ষম ও দীর্ঘায়ু রাখতে স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্যের প্রভাব শীর্ষক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও বেসরকারি কনসালটিং সংস্থা প্লে ডক্টর। মুক্তিযোদ্ধা, খাদ্যসামগ্রী ব্যবসায়ী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।