ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পাগলিটা মা হলো, বাবা কে?

প্রকাশিত: ২০:১২, ১৪ মে ২০২৩

পাগলিটা মা হলো, বাবা কে?

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারী বাচ্চা প্রসব করেছেন। তিনি উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে সবাই তাকে পাগল হিসেবেই চিনেন।

শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট বাজারে এলাকায় একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পাগলির মা হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নাম পরিচয় ও নবজাতকের পিতৃ পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘গতকাল দুপুরের পর স্থানীয়রা একজন নারীকে তার বাচ্চাসহ হাসপাতালে নিয়ে আসে। পরে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন।’

তিনি আরও বলেন, ‘বাচ্চাটির ওজন অনেক কম থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে ওই নারীকে একই হাসপাতালে মানসিক বিভাগে পাঠানো হয়েছে। আজ দুপুরে খবর নিলাম নবজাতকের অবস্থা আগের চেয়ে ভালো।’