ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে নগর কৃষি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৩৬, ২৮ মার্চ ২০২৩

গাজীপুরে নগর কৃষি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় চার সিটি করপোরেশনের শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর মাধ্যমে নগর কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাজীপুরে নগর কৃষির অভিজ্ঞতা বিনিময় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর শহরের প্রকৌশলী ভবনের সেমিনার কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. মনিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হামিদ সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’র লাইন ডাইরেক্টর সুমনা রাণী দাস। অনুষ্ঠানে প্রশিকার কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আফজাল হোসেন, মো. এনামুল হক, জি.এম গোলাম মোস্তফা, গাজীপুর নারী উন্নয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ, প্রদর্শনী বাগানের প্রতিনিধিবৃন্দ, মাস্টার ট্রেইনার, উপকারভোগী প্রমূখ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’র লাইন ডাইরেক্টর সুমনা রাণী দাস জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় চার সিটি করপোরেশনের শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর মাধ্যমে নগর কৃষি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। প্রকল্পটিতে অর্থায়ন করছে নেদারল্যান্ডস সরকার।

গাজীপুর সিটির অরবান প্রকল্পের আওতায় ১৮শ’ এবং ছাদ বাগান প্রকল্পের দুইশ উপকারভোগীকে প্রশিক্ষণ ও ফল ও সব্জি বাগান সৃজনের উপকরণ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮টি প্রতিষ্ঠানের প্রদর্শনী বাগান সৃজন করা হয়েছে। ভেজালমুক্ত, নিরাপদ খাদ্য উৎপাদানের মাধ্যমে নাগরিকদের পুষ্টির চাহিদা পূরণ করতেই এ প্রকল্প কাজ করছে।