
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরে বিসমিল্লাহ স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপরে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় এখন ৫ ইউনিট কাজ করছে।
বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায় নি। এছাড়া হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায় নি।