
ভারতীয় কাপড়সহ একজন গ্রেফতার
গাজীপুরে বিপুল পরিমাণ শাড়ি-শার্টসহ চোরাই ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোবারক আলী (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. মোবারক আলী ঠাকুরগাঁও জেলার সদর থানার কালীবাড়ী মহেশপুর এলাকার মো. ইমদাদুল হকের ছেলে।
রবিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি, দক্ষিণ) উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খান জিএমপি’র গোয়েন্দা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের এডিসি মো: খোরশেদ আলম।
জিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে সদর থানার দেশীপাড়া এলাকার ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অভিযান চালায়। এসময় ট্রেনযোগে চোরাচালানের মাধ্যমে শুল্ক বা কর ফাঁকি দিয়ে গাজীপুরে আসা বিপুল পরিমাণ জুয়েলারি সামগ্রী, ভারতীয় শাড়ি, শার্ট, ওড়না, থ্রি-পিস জব্দ করা হয়। এসব পণ্য শুল্ক বা কর ফাঁকি দিয়ে পাশ্ববর্তী দেশে থেকে আনা হয়েছিল। এই ঘটনায় মোবারক আলীকে গ্রেফতার করা হয়। অভিযান টের পেয়ে অজ্ঞাতনামা ৩-৪ জন আসামি পালিয়ে যান।
এ ব্যাপারে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।