ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে টিআরবি কর্মশালা

প্রকাশিত: ১৬:৩৭, ৫ মার্চ ২০২৩

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে টিআরবি কর্মশালা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে টিআরবি কর্মশালা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) দুই দিনব্যাপী রূপান্তরিত ধান প্রজনন (Transforming Rice Breeding (TRB) Workshop) কর্মশালা শুরু হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে গাজীপুরে অবস্থিত ব্রি'র কেন্দ্রীয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি'র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

ইরি ও ব্রি’র যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সহযোগীতা করছে বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ আবহাওয়া পরিস্থিতিতে উন্নতজাতের ধান গবেষণার বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে কর্মশালায় আলোকপাত করা হয়।

কর্মশালায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ইন্টারন্যাশনাল রাইচ রিসার্চ ইনস্টিটিউটের প্ল্যাটফরম লিডার ড. হ্যান্স রাজ ভরদ্বাজ, বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের (বিএমজিএফ), সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. গ্যারি এন. এটলিন।