ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইজতেমা শেষে ময়দান পরিচ্ছন্নতার কাজ চলছে

প্রকাশিত: ১৮:৫৩, ২৩ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:৫৬, ২৩ জানুয়ারি ২০২৩

ইজতেমা শেষে ময়দান পরিচ্ছন্নতার কাজ চলছে

ছবি : সংগৃহীত

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমা। এখন ইজতেমা ময়দানে সুনসান নীরবতা।

সোমবার (২৩ জানুয়ারি) দেখা গেছে টঙ্গী ইজতেমা ময়দানে চলছে পরিচ্ছন্নতার কাজ।

ইতোমধ্যে ইজতেমা ময়দান থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা।

ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, সিটি করপোরেশনের ছয় শতাধিক পরিচ্ছন্নকর্মী ও ২০টি গার্ভেজ ট্রাকে ময়দানের ময়লা-আবর্জনা অপসারণ করছেন। তিন দিনের মধ্যেই মাঠ পুরোপুরি ব্যবহার উপযোগী হবে।

বিশ্ব ইজতেমা ময়দানের বর্জ্য ও ময়লা দ্রুত অপসারণ করে ব্যবহার উপযোগী করতে জরুরি পদক্ষেপ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। সরকারের নির্দেশনা মোতাবেক ২৫ জানুয়ারির মধ্যে মাঠ হস্তান্তরের নির্দেশনার প্রেক্ষিতেই মাঠ পরিচ্ছন্নতার কাজ চলছে।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল থেকেই সিটি করপোরেশনের ছয় শতাধিক পরিচ্ছন্ন কর্মী ইজতেমা মাঠের বর্জ্য অপসারণের কাজ করছে। আশা করা যাচ্ছে তিন দিনের মধ্যেই সম্পূর্ণ মাঠ থেকে বর্জ্য অপসারণ করে ব্যবহার উপযোগী করা সম্ভব হবে।