ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বোনকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১৩:৩৭, ১৭ জানুয়ারি ২০২৩

বোনকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে ভাইয়ের মৃত্যু

সজিব

গাজীপুরের কাপাসিয়ায় বোনকে দেখতে মোটরসাইকেল নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন সজিব (২২) নামের এক যুবক। এরপর ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টোক ইউনিয়নের বীর উজলী দীঘিরপাড় এলাকায় তাঁর মরদেহ পাওয়া গেছে।

সজিব (২২) একই এলাকার ব্যবসায়ী সিরাজউদ্দিনের ছেলে। তিনি নিজেও পোল্ট্রি ব্যবসায়ী।

সজিবের স্বজনেরা জানান, সজিবের বড় বোন অসুস্থ থাকায় গাজীপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাঁকে দেখার জন্য গতকাল সোমবার সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রওনা হয়। পথে বীর উজলী দীঘিরপাড়ে সজিবকে আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। অপর পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল।

এক ভ্যানচালক প্রথমে তাঁকে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মহাসড়কের কোনো যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে কি না তা নিশ্চত করতে পারেনি কেউ।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।