ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নতুন কারিকুলাম: প্রশিক্ষিত হলেন ৫৩৩ শিক্ষক

প্রকাশিত: ১৬:২০, ১৬ জানুয়ারি ২০২৩

নতুন কারিকুলাম: প্রশিক্ষিত হলেন ৫৩৩ শিক্ষক

প্রশিক্ষিত হলেন ৫৩৩ শিক্ষক

জাতীয় শিক্ষাক্রমের আওতায় নতুন কারিকুলামে গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ৫৩৩ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করেছেন। 

সোমবার (১৬ জানুয়ারি) ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়। 
এরআগে গত ৬ জানুয়ারি থেকে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে প্রশিক্ষণ শুরু হয়। 

শুধুমাত্র সরকারি ছুটির দিনগুলোতে (শুক্রবার ও শনিবার) সকাল ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলে শিক্ষকদের।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১০টি বিষয়ের উপর স্থানীয় ৩০ জন মাধ্যমিক পর্যায়ের বিশেষজ্ঞ শিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করেন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলামের পাঠ্য বইয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় অংশগ্রহণকারী ৫৩৩ শিক্ষককে।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শণ করেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহেনা শারমিন প্রমুখ।