ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, তিন ঘণ্টার পর নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৩:৩৪, ৬ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৩:৩৬, ৬ ডিসেম্বর ২০২২

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, তিন ঘণ্টার পর নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় পরে, ডিবিএল ফায়ার সার্ভিসের একটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটিসহ মোট চারটি ইউনিট চেষ্টা করে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কোনাবাড়ী থানা পুলিশ, শিল্প পুলিশ, স্থানীয় লোকজনের সহায়তায় করেন।

 

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, তিন ঘণ্টার পর নিয়ন্ত্রণে

পুলিশ জানায়, ঝুটের গোডাউনের পাশে থাকা মো. ফজলুল মোল্লার টিনসেট বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তার ২২টি রুমসহ ১০টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।