ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মুদি দোকান থেকে সরকারি দেড় হাজার কেজি চাল উদ্ধার

প্রকাশিত: ১৫:৪১, ২৪ নভেম্বর ২০২২

মুদি দোকান থেকে সরকারি দেড় হাজার কেজি চাল উদ্ধার

মুদি দোকান থেকে সরকারি দেড় হাজার কেজি চাল উদ্ধার

গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি দোকান থেকে সরকারি ৫০ বস্তা (দেড় হাজার কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় ওই দোকানদারকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে একটি মুদি দোকানে খাদ্য অধিদফতরের সরকারি চাল অবৈধ বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালানো হয়। এসময় ওই মুদি দোকান থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল ছিল।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন, সকালে অভিযান চালিয়ে ৫০ বস্তায় দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এসব সরকারি চাল দোকানে বিক্রির কোনো নিয়ম নেই। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।