
ডাকাত আটক
গাজীপুরের গাছা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ছোরা ও সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আবু সায়েম নয়ন।
তিনি বলেন, সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে, দক্ষিণ খাইলকুর এলাকার জয়বাংলা রোডের পশ্চিম মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
পরে সেখানে অভিযান চালিয়ে মো. রাসেল মিয়া (৩৪), মো. নূর আলম (৩৭), মো. আলমগীর হোসেন (২২), মো. আসাদ মিয়া (২৪), মো. পাখি মিয়া (৩৩) ও সাইফুল ইসলাম রবিন (১৬) নামে ৬ ডাকাত সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি ছোরা, দুটি সুইচ গিয়ার চাকু ও দুটি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।