ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে তুরাগে গোসলে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রকাশিত: ১৬:১১, ৩০ সেপ্টেম্বর ২০২২

গাজীপুরে তুরাগে গোসলে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

তুরাগ নদ

গাজীপুর শহরে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

শহরের জরুন এলাকায় নিখোঁজ ১১ বছরের রাফি ইসলামের সন্ধানে শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

নিখোঁজ রাফি সিরাজগঞ্জ সদর উপজেলার মেসড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে কোনাবাড়ি জরুন উত্তরপাড়া দারুল উলুম মাদরাসাতুস ছুফফাহ এর হিফজ বিভাগের ছাত্র ছিল।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের নেতা ইদ্রিস আলী বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই মাদ্রাসার পাঁচ বন্ধু মিলে তুরাগে নদে গোসল করতে নামে। এক পর্যায়ে পানির স্রোতে রাফি তলিয়ে যেতে থাকে। এ সময় তার বন্ধুরা বাঁচানোর চেষ্টা করেও পারেনি।

“কিন্তু ভয়ে তারা রাফির নিখোঁজের খবর তার পরিবারকে জানানি। পরে স্বজনরা বন্ধুদের কাছে রাফির খোঁজ চাইলে বিকালে বিষয়টি জানায় তারা।”

পরে স্থানীয়রা খোঁজাখুজি করেও রাফির হদিস না পেয়ে রাত ১০টার দিকে টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয় বলে জানান ইদ্রিস।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “রাতে অন্ধকারে কাজ করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল ৬টা থেকে উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।”