ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে ব্যাংকের সিঁড়ি থেকে শিশু উদ্ধার, ব্যাগে ছিল কাপড় আর ফিডার

প্রকাশিত: ২২:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২২

গাজীপুরে ব্যাংকের সিঁড়ি থেকে শিশু উদ্ধার, ব্যাগে ছিল কাপড় আর ফিডার

সিঁড়ি থেকে শিশু উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি ব্যাংকের সিঁড়ি থেকে তিন বা চার মাস বয়সী একটি কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক। 

ব্যাংকের নিরাপত্তা প্রহরী মো. মোস্তফা ফকির বলেন, “সকাল ৭টায় ব্যাংকের কলাপসিবল গেট খুলে উপরে উঠি। এ সময় ব্যাংকের নিচতলার সিঁড়িতে শিশুর কান্না শুনতে পাই। কিন্তু সেখানে শিশুটি ছাড়া আর কেউ ছিল না।”

পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান তিনি।

ওসি আবু সিদ্দিক বলেন, শিশুটির বয়স আনুমানিক থেকে তিন থেকে চার মাস হবে। শিশুটির পাশে একটি ব্যাগও ছিল। ব্যাগে দুধের ফিডার ও কিছু জামাকাপড় ছিল।

ওসি বলেন, শিশুটি সুস্থ আছে তবুও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতের অনুমতি নিয়ে তাকে ঢাকার আজিমপুর সোনামনি আবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মূল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শিশুটিকে ফেলে রেখে চলে গেছে।