ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে গ্যাস লিকেজে আগুন, আহত ৩

প্রকাশিত: ২০:২০, ১৯ আগস্ট ২০২২

কালিয়াকৈরে গ্যাস লিকেজে আগুন, আহত ৩

কালিয়াকৈরে গ্যাস লিকেজে আগুন, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিনহাটি এলাকায় সড়কের এক পাশে এ আগুন লাগে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিনহাটি এলাকার মহাসড়কের পাশে তিতাস গ্যাস লাইনের পাইপের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে আগুন বাড়তে থাকে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এদিকে তিতাস কর্তৃপক্ষের কোনো তৎপরতা না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। তবে পানি বন্ধ করে দিলে পুনরায় আগুনের সূত্রপাত ঘটছে। এ ঘটনায় তিনজন পথচারী আহত হয়েছেন বলেও জানান তিনি।