ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ১৯:৪৮, ১৯ আগস্ট ২০২২

আপডেট: ১৯:৪৯, ১৯ আগস্ট ২০২২

টঙ্গীতে অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কারখানায় এ ঘটনা ঘটে।

ওই কারখানাটির চারতলায় কাজ করা অবস্থায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
 
সরেজমিন জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর কারখানার অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের মাঝে আতঙ্ক তৈরি হয়। এ সময় এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে বাইরে আসতে গিয়ে পদদলিত হয়ে আহত হন অনেকে।

চিকিৎসা শেষে কারখানার শ্রমিক শাহিন আলম বলেন, এসির গ্যাস ছড়িয়েছে এমন খবর শুনতে পেয়ে ভয়ে কারখানার বাহিরে আসতে গিয়ে কারখানার মেঝেতে পড়ে যাই। পরে জ্ঞান ফিরে দেখি আমাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান এ্যানী বলেন, অতিরিক্ত গরমে পানিশূন্যতা দেখা দেওয়ায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ছয়জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। আট শ্রমিককে ভর্তি করা হয়েছে। অন্যান্য শ্রমিকরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, এসি বিস্ফোরণের খবর পেয়ে কারখানাটিতে যান আমাদের দুটি ইউনিটের কর্মীরা। তবে আগুনের কোনো ঘটনা না ঘটায় সদস্যরা ফিরে আসেন।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, এসি বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। এটি গুজব। অতিরিক্ত গরমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ার পরপরই কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ওসমান গনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। এখন জানলাম, পুলিশ পাঠাচ্ছি।