ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:০৫, ১৮ আগস্ট ২০২২

বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের লক্ষ্যে, দেশকে এগিয়ে নিতে প্রতি মুহূর্তেই কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে যখন প্রধানমন্ত্রী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছেন ঠিক সে সময় বিএনপি জামাতের এজেন্টরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ ও ৩৭নং ওয়ার্ডের চান্দরা গ্রাম ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি-জামাত পরপর পাঁচবার বাংলাদেশকে বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণিত করে গেছে। দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি জামায়াত এর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ মহি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, গাছা থানা আওয়ামী লীগ নেতা হাজী আদম আলী, গাজীপুর মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সরকার যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ আলী, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, গাছা থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার।