ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১৩:৫৯, ১৪ আগস্ট ২০২২

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবি শিক্ষার্থীদের

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করে তারা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রায় দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আল আমিন আপন, ফুটওভার ব্রিজ চাই, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেয়।

বিক্ষোভকালে সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় মহাসড়ক অবরোধ ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ছাত্রছাত্রীদের দাবি যৌক্তিক। আমরা অনতিবিলম্বে জেলার মাসিক সভায় প্রস্তাবটি উত্থাপন করে দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সানজিদা আফরিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ছাত্রছাত্রীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে স্কুলে ফেরত নিয়ে আসি।