ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শীতলক্ষ্যায় বঙ্গমাতার নামে সেতুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩:১০, ১৪ আগস্ট ২০২২

শীতলক্ষ্যায় বঙ্গমাতার নামে সেতুর দাবিতে মানববন্ধন

সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা সদরের সাফাইশ্রী-তরগাঁও খেয়াঘাটসংলগ্ন নদীর তীরে সেতু বাস্তবায়ন কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বঙ্গমাতার নামে সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ গণি ও সদস্য সচিব রেহান উদ্দিন বেপারীর তত্ত্বাবধানে এলাকাবাসী এদিন নদীর তীরে জড়ো হন।

সাংবাদিক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আজমত খান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, আব্দুস সামাদ মাস্টার, কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাফাইশ্রী যুবসংঘের সভাপতি শেখ সাইফুল ইসলাম নান্না, পারভেজ রানা, সাখাওয়াত হোসেন ফারুক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজ উদ্দিন সরকার, মকবুল হোসেন, ইসমাইল মোড়ল, কাওসার সরকার, আলীম উদ্দিন, আমিনুল ইসলাম সরকার, আহবুব আলম প্রমুখ।