ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুর জেলার সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:২৪, ১০ আগস্ট ২০২২

গাজীপুর জেলার সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলার সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বুধবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলার “সামাজিক-সম্প্রীতি” কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, নগাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আব্দুল হান্নান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন, প্রফেসর মাসুদা সিকদার, অধ্যক্ষ, ভাওয়াল বদরে আলম কলেজ সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী, স্থানীয় মসজিদ সমূহের ৩ জন সম্মানিত ইমাম, স্থানীয় মন্দির ও গীর্জার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, নারী প্রতিনিধিবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আমন্ত্রিত ব্যক্তিবর্গ সকলকে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মাধ্যমে সংঘটিত সাইবার অপরাধ, গুজব, ও জেলায় সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে সতর্ক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সমাজে সম্প্রীতি বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে সভাটির সমাপ্তি ঘটে।