ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে বেকার যুবকদের আউট সোর্সিং প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ২২:২১, ১০ আগস্ট ২০২২

কালীগঞ্জে বেকার যুবকদের আউট সোর্সিং প্রশিক্ষণ শুরু

বেকার যুবকদের আউট সোর্সিং প্রশিক্ষণ

গাজীপুর জেলার কালীগঞ্জে ২০ দিনের আউট সোর্সিংবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। কারোনাকালীন সময়ে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা ব্যানবেইস ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউএনও মো. আসসাদিকজামান।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহায়তায় আউট সোর্সিংবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা পরিষদ। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রশিক্ষণে উপজেলার ২০ জন বেকার যুবক-যুবতি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার উজ্জল কুমার শীল, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ শেখ হালিমা ফারহানা মিতু, সাংবাদিক রফিক সরকার, সাংবাদিক আহাম্মদ আলী উপস্থিত ছিলেন।