ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রুট পারমিট না থাকায় তাকওয়া পারিবহনের ৫ চালকের কারদণ্ড

প্রকাশিত: ২৩:৪৯, ২৬ জুলাই ২০২২

রুট পারমিট না থাকায় তাকওয়া পারিবহনের ৫ চালকের কারদণ্ড

তাকওয়া পারিবহনের ৫ চালকের কারদণ্ড

গাজীপুর শহরে নির্ধারিত রুট পারমিট না থাকার অপরাধে তাকওয়া পরিবহনের মিনিবাসের ৫ চালকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠের পাশের সড়কে গাজীপুর বিআরটিএ পরিচালতি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেছেন। এতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন।

নূরুল হোসেন জানান, গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কে চলাচলে রুট পারিমিট না থাকার পরও ওইসব মিনিবাস চলাচল করছিল। এর আগে এ ব্যাপারে বার বার সতর্ক করার পরও তা তারা না মানায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকওয়া পরিবহনের মিনিবাসের পাঁচ চালকের বিরুদ্ধে পাঁচটি মামলা ও তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।